Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
গোপগ্রাম ইউনিয়নের আমলাবাড়ী খাল
বিস্তারিত

গোপগ্রাম ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী খাল হচ্ছে আমলাবাড়ী খাল। যা গোপগ্রাম ইউনিয়নের আমলাবাড়ী গ্রামে অবস্হিত। লোকমুখে মোনা যায় বহুদিন আগে থেকেই উৎপত্তি এই খালের পদ্মা নদীর কোল থেকে পানি প্রবাহিত হয় এই খালটিতে। বর্ষা মৌসুমে এই খালে পানি খৈ থৈ করে যা সহজেই  মানুষের মনকে আকৃষ্ট করে। এই খালের পারন দিয়ে কৃষকরা তাদের জমিতে খুব সহজেই ফসল ফলাতে পারে। অধিক উৎপাদিত ফসল যেমন: পাট, এটি পচানোর কাজে কৃষকরা  সহজেই ব্যবহার করতে পারে। যা তাদের আর্থিক দিক থেকে লাভবান করে। এই খালের পানি গ্রামের মানুষেরা নৃত্য প্রয়োজনীয় কাজে ব্যহার করে থাকে। এই খালটি গোপগ্রাম ইউনিয়নের সৌদয্য বর্ধিত করে চলেছে বহুগুণে।