Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

দর্শনীয় স্থান

 

কুষ্টিয়া জেলার অর্ন্তগত খোকসা উপজেলার একেবারে পূর্ব্  প্রান্তেপদ্মা নদীর  পাশে গোপগ্রাম ইউনিয়ন অবস্থিত।এখানে অবস্থিত আছে ভারতের ফুরফুরা শরীফের মেঝ হুজুর পীর কেবলা হজরত মৌলানা আবুজাফর সিদ্দিকী (র:) এর নাম অনুসারে গোপগ্রাম আবুজাফরিয়া ফাজিলমডেল মাদ্রাসা। এখান থেকে অনেক পীর কেবলা জ্ঞান অন্বেষণ করেছেন।বর্ষা মৌসুমে নদীতে  পানি থই থই করে সকালে-বিকেলে  চলে অনেক পাল তোলা মাছধরার নৌকা, চলে মালবাহী অনেক বড় বড় ইঞ্জিনের নৌকা। রাতে আলো জ্বালনো মাছধরার নৌকা গুলোর দেখতে ভারি মজা লাগে। মনে হয় যেন রাতের আকাশে কোটি তারার মেলা। প্রতি বছর বর্ষার মৌসুমীতে দেশেরঅনেক স্থান থেকে এখানে অনেকে আসে নৌকা ভ্রমন করতে। বিকেলের সূর্য্য অস্তমিতকে এখানকার অধিবাসি সহ ভ্রমনকারীরা অপলোক দৃষ্টিতে চেয়ে থাকে । লাল সবুজের ঢেউ এবং গরমের বিকেলে ঠান্ডা বাতাস বেশউপভোগ করা যায়। এসময় নদীর দু ধারে থাকে সবুজ ফসল, যা দেখতে সত্যিই অপূর্বলাগে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে অনেক দূর চলে যাওয়ার পর দেখা যায়আকাশের ঈশান কোনে মেঘ জমাট বেঁধেছ । মহূতের মধ্যে প্রকৃতি রদ্রমূতির ধারনকরে। প্রবল ঝড়ে নৌকা দুলতে থাকে। কিন্তু মাঝির দক্ষতায় নদীর তীরে ওঠেকিছুক্ষন পরে ঝড় থামলে আবার চলতে শুরু করে নৌকা। শান্ত ধূসর সন্ধা ঘনিয়েআসে নদীর দুধারে অন্ধকারে সব কিছু ঝাপসা মত হয়। চারদিকে কী গভীর নীরবতা ভয়এবং আনন্দ মিলিয়ে নৌকা ভ্রমন কারীরা সত্যিই চমৎকার আনন্দো উপভোগ করে।এছাড়াও কাশফুল ছেয়ে য়ায় পদ্মা নদীর দুধার কি চমৎকার না দেখা যায় এ সময়।

 

গোপগ্রাম ইউনিয়নের পদ্মা নদীর চমৎকার উপভোগ করার বিষয় গুলো উপভোগ করারজন্য আপনাদেরকে নিমন্ত্রন রইলো।

 

 

 

 

 

গোপগ্রাম ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র

উদ্যোক্তা: খালেদা/মীনা

মোবা: ০১৭১৯৪৭৮৪২৬/০১৭২৯৭৯৮২৮৩