পদ্মা নদী তার অপরুপ সৌন্দয্য বয়ে চলেছে। তার বকে পার ঘেষে গড়ে ওঠা গোপগ্রাম ইউনিয়নের অধিকাংশ গ্রাম গুলি এ গ্রামে অনেক জেলেরা বসবাস করে। আর তারা তাদের জীবিকা নির্বাহ করে পদ্মা নদীতে মাছ ধরে। তার পদ্মার এপার থেকে ওপারে মাছ ধরার জন্য সকাল থেকে নানা প্রসাতুতি গ্রহণ করতে থাকে। জেলেরা ঝড় বৃষ্টি এমনকি প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে গভীর রাত পযর্ন্ত পদ্মা নদীতে মাছ ধরে চলে । তারা মাছ ধরার জন্য ব্যবহার করে ছোট বড় নৌকা, জাল, বরসী ও জনবল। গভীর রাতের অন্ধকারে তাদের নৌকার মিটি আলোগুলো বহুগুণে সৌন্দয্য বাড়িয়ে দেয় অপার মহিমায় মহিমান্বিত পদ্মা নদী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস